বাঁশখালী উপজেলার পুইছড়ির প্রেম বাজারে রমজান উপলক্ষে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। গতকাল রোববার বিকালে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্র জানায়, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে রাখার দায়ে এবং মূল্যতালিকা প্রদর্শন না করায় ২ জন ব্যবসায়ীকে ১১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং বাজারের অন্যান্য দোকান মালিকদের নিয়ম মেনে ব্যবসায় পরিচালনার জন্য পরামর্শ প্রদান করা হয়।