বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেসে গেল

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৫২ পূর্বাহ্ণ

শঙ্কা ছিল বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ার। সেটিই সত্যি হয়েছে বাংলাদেশপাকিস্তানের ম্যাচে। রাওয়ালপিন্ডিতে বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে হয়নি টস। পরে মাঠে গড়ায়নি আর খেলাও। কোনো বল হওয়ার আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি। এতে পয়েন্ট ভাগাভাগি করে নিল বাংলাদেশ ও পাকিস্তান। যদিও এই পয়েন্টের নেই কোনো মূল্য। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হওয়ার কথা ম্যাচটি। তার আধঘণ্টা আগেই টস হওয়ার কথা। কিন্ত বৃষ্টির কারণে সেটি হয়নি। ৩টায় মাঠ পরিদর্শন করা হয় এক দফা। তখনও আসেনি গ্রিন সিগনাল। কাভার দিয়ে ডাকা ছিল মাঠ। পরে আর সেটি ওঠানো হয়নি। একটি বলও গড়ায়নি মাঠে। পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ। টেবিলে অবশ্য পাকিস্তান থেকে এগিয়ে আছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থাকা পাকিস্তান দুইয়ে। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ভারত আগেই নিশ্চিত করেছে সেমিফাইনাল। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা নিউজিল্যান্ডও হেঁটেছে একই পথে।

পূর্ববর্তী নিবন্ধকুতুবদিয়া কৈয়ার বিল স্কুল জাতীয় চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধএ্যাথলেটিক্সে গোলাপ অঞ্চলের শিরোপা অক্ষুণ্ন