কি এক অপার শক্তি আছে
‘কথা’ নামক এই কথাতে,
ভাঙতে পারে, গড়তে পারে
প্রকাশ করার ভিন্নতাতে।
কথার জালে বাঁধতে পারে
কাছের দূরের সহস্র প্রাণ
কোমল হৃদয় হয় যে ক্ষত
বিঁধলে বুকে কথারই বাণ।
যায় তো মাপা কথা দিয়ে
অতল মনের গভীরতা
ভান ভনিতা ত্যাজ্য করি
থাকে যখন স্বচ্ছতা।
কন্ঠ হতে উৎসারিত
অমিয় যে কথার বাণী
মর্ম তাহার কজন বোঝে
তাও বা আবার কজন জানি?
বোঝানো আর বুঝতে পারা
ফারাক তাতে যোজন দূর
বোঝাবুঝির মধ্যস্থতায়
ছড়িয়ে পড়ুক কথার সুর।