বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, আপনজনের অসুস্থতার খবরে যেভাবে পেরেশানি হয় ঈমানের দাবি পূরণে সেভাবেই পেরেশান হতে হবে। না হয় ঈমার পরিপূর্ণ হবে না। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৭টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর পাচঁলাইশ থানা আয়োজিত বার্ষিক পরিকল্পনা–২০২৫ এর ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। তিনি বলেন, বেশি শোডাউন নয় বরং বেশি বেশি দাওয়াতী অভিযান করে মানুষের মনের দখল নিতে হবে। নিজের মনের মত নয় সংগঠন পদ্ধতির আলোকে সংগঠন গড়ে তুলতে হবে। এতে করেই কাঙ্ক্িষত সফলতা উঠে আসবে। সভায় সভাপতিত্ব করেন পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী।
থানা সেক্রেটারি মাওলানা মফিজুল হকের সঞ্চালনায় প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড জামায়াতের আমীর কাজী আব্বাস আলী, ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড জামায়াতের আমীর তৌহিদ আজাদ, পাঁচলাইশ থানা কর্মপরিষদ সদস্য জাহান উদ্দিন, ইঞ্জিনিয়ার আরিফ হোসেন শফিউল আলম মন্টি, আজীজুল হক, প্রশাসনিক ওয়ার্ড সেক্রেটারি শহীদুল্লাহ তালুকদার, ইসমাইল হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।