এরা জানে দুদিন পর পর নতুন দল গড়তে,
এরা জানে মৃত্যু মিছিলে জেতার খেলায় লড়তে।
এরা ভাবে তারাই চালাক, অন্য সবাই বোকা
ভাণ্ড ভরা কাণ্ড তাদের, খাচ্ছে সবাই ধোকা।
এরা কারা? সেই প্রশ্ন থাকলো না হয় অজানা
এদের নিয়ে বলা নিষেধ, লিখলে হয় জরিমানা।
তাইতো এখন চুপটি করে ঘাপটি মেরে দেখছি সব,
করছে করুক যা মনে চায়, চলছে চলুক এই উৎসব।