এসো তবে আজ নতুন বারতা নিয়ে
আছে যত দুঃখ ক্লেশ পিছে ফেলে দিয়ে।
নতুন আশায় খুলি পূবের দুয়ার
নতুনের পালে বাঁধি স্বপন জোয়ার।
ফি বছর আসে আর ফের চলে যায়
নিরন্নেরা বেঁচে থাকে আশায় আশায়
যার আছে তার বাড়ে ধনের বহর
নাঙা পায়ে ভুখা হাঁটে এ রুষ্ট শহর।
আতশের ঝলকানি রাতের মায়ায়
লাশের মিছিল বাড়ে পাখির পাড়ায়।
সেইদিন গেছে চলে রক্তের অনলে
কতো আনন্দ বেদনা আর কোলাহলে।
শত ত্যাগ তিতিক্ষায় গেছে প্রাণ ক্ষয়ে
নতুনের ছন্দ আজ দুলিবে কি পায়ে?
এতটুকু খোরপোশ চেয়েছি সেবার
সেটুকু দিয়েছি শ্রম যেটুকু দেবার।
বাড়ায়নি হাত তবু কেউ কোন কালে
বেঁচে মরে আছি তবু প্রেমের আকালে।
অভাবের গুন টানি পোড়া আঙ্গিনায়
নতুনের আগমনে কী–ই আসে যায়।