এবং ওইসব লোক, যারা যমীনের মালিকদের পর সেটার উত্তরাধিকারী হয়েছে, তারা কি এতটুকু হিদায়তও লাভ করেনি যে,
– আল কোরানের বঙ্গানুবাদ (৭ : ১০০) সূরা আল–আ’রাফ।
যখন তোমরা অতিরিক্ত প্রশংসাকারীগণকে দেখিতে পাও, তখন তোমরা তাহাদের মুখে ধুলি নিক্ষেপ কর।
– আল হাদীস (মোসলেম)।
অবসরকে দর্শনশাস্ত্রের জননী বলা যায়।
– টমাস হবস।