অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বেকারি পণ্য প্রস্তুত ও বিক্রি, মেয়াদোর্ত্তীণ খাদ্যপণ্য সংরক্ষণ ও বিভিন্ন রাসায়নিক ব্যবহার করার অপরাধে নগরের গরীব উল্লাহ হাউজিং সোসাইটির ‘হোম রেসিপি ফুডস’কে ৬০ হাজার টাকা ও ওয়াসা মোড়ের ‘ডুলছে বেকারি’কে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) গতকাল পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
এদিকে একইদিন স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে পরিচালিত অপর অভিযানে আরকান সড়কের কাপ্তাই রাস্তার মাথা থেকে কাজীরহাট, কামাল বাজার, মৌলভী বাজার ও কালুরঘাট ব্রিজ পর্যন্ত রাস্তার উভয়পাশের ফুটপাতের অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এই সময় রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে দুই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে আজাদীকে জানান চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ।