চন্দনাইশে ফ্রি চিকিৎসা ক্যাম্প

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ১৯ জানুয়ারি, ২০২৫ at ৭:৪৯ পূর্বাহ্ণ

চন্দনাইশ পৌরসভার উত্তর গাছবাড়িয়ায় প্রায় দেড় শতাধিক বিভিন্ন জটিল রোগীকে ফ্রি চিকিৎসাসেবা ওষুধ প্রদান করে বিএনপির কার্যনির্বাহী কমিটির পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. মহসিন জিল্লুর করিম।

উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সার্বিক সহযোগিতায় আয়োজিত চিকিৎসা ক্যাম্প শেষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা পৗরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ওরশেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব সিরাজুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় রাষ্ট্র পুনর্গঠনের জন্য ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রফেসর ডা. মহসিন জিল্লুর করিম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক সালাউদ্দিন চৌধুরী,অ্যাড. রফিক আহমদ, অ্যাড. আমিনুল হক চৌধুরী, মাহবুবুর রহমান চৌধুরী, ওবাইদুর রহমান বাহাদুর, মো. মাহবুবর রহমান, অ্যাড. অঞ্জন প্রসাদ, মোরশেদুল আলম চৌধুরী, শাহাদাত হোসেন চৌধুরী, আবদুল আজিম, জয়নুল আবেদীন, ইউনুস রানা, মিসবাহ উদ্দিন, আব্দুল কাদের, আবুল কাশেম চৌধুরী, মাহবুব আলম, জাহাঙ্গীর আলম, সেলিম উদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমাইজভাণ্ডারে মেধা বিকাশ শিক্ষা উৎসব ও বিজ্ঞান অলিম্পিয়াড
পরবর্তী নিবন্ধআবদুল লতিফ উকিলের মৃত্যুবার্ষিকী কাল