টেকনাফে ১১ কোটি টাকার মাদকসহ ৬ পাচারকারী আটক

| শুক্রবার , ১৭ জানুয়ারি, ২০২৫ at ৬:০৭ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবাসহ ৬ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশবিজিবি। এ সময় পাচারে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়েছে। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে নাফ নদীর মোহনায় মিয়ানমার থেকে পাচারের সময় একটি ইঞ্জিনচালিত নৌকাসহ মাদকগুলো জব্দ করা হয় বলে জানান টেকনাফ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

আটকরা হলেনটেকনাফ সদরের মো. ফয়সাল (২০), মো. আরমান (২০), মো. বুখার উদ্দীন (৩০), মো. শফিক উদ্দিন (২০), লেঙ্গুববিলের জসিম উদ্দিন (২১) ও উখিয়ার কুতুপালং ২০ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের মো. কামাল হোসেন (৩৮)। খবর বিডিনিউজের।

লেফট্যানেন্ট কর্নেল আশিকুর রহমান বলেন, বুধবার রাতে নাফ নদীর মোহনা দিয়ে মিয়ানমার থেকে ইঞ্জিনচালিত একটি নৌকা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে। এ সময় বিজিবির একটি দল নৌকাটিকে আটক করতে সক্ষম হয়। পরে নৌকায় তল্লাশি করে ২ কেজি ১৩০ গ্রাম আইস, ১০ হাজার ইয়াবা এবং অল্প পরিমাণ গাঁজা পাওয়া যায়।

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা টাকার বিনিময়ে বিভিন্ন সময় মিয়ানমার নাগরিক, মাদক এবং বাংলাদেশি পণ্যসামগ্রী চোরাচালান ও মাদক পাচারের সঙ্গে যুক্ত। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য আনুমানিক ১১ কোটি টাকা বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

লেফট্যানেন্ট কর্নেল আশিকুর রহমান বলেন, আটক আসামিদের পাশাপাশি জব্দ করা মাদক, চারটি মোবাইল ফোন এবং নৌকা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅটিজম ও শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শনে আলিশা হাসান
পরবর্তী নিবন্ধনারী শ্রমিকদের অধিকার, ক্ষমতায়ন ও আইন বিষয়ে মমতার প্রশিক্ষণ