জেলা ক্রীড়া অফিস আয়োজিত ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন

| শনিবার , ১১ জানুয়ারি, ২০২৫ at ৫:১২ পূর্বাহ্ণ

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, তারুণ্যের উৎসব’২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪২৫ এর আওতায় ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা গতকাল ১০ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সম্পন্ন হয়। প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ হাটহাজারী উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রায় ৮০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আনিসুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক মোহাম্মদ শোয়াইব এবং চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ এস. এম. গিয়াসউদ্দিন বাবর। এছাড়া উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ক্রীড়া অফিসার মো. হুসাইন আহমদ এবং মো. জহিরুল ইসলাম, চঞ্চল বিশ্বাস প্রমুখ। খেলা পরিচালনা করেন মো. সাইফুল্ল্যা মুনির।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার লিগে মোহামেডানের সাতে সাত
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন