লোপার কণ্ঠে ‘দয়াল তোমায় ডাকি’

| শুক্রবার , ২৭ ডিসেম্বর, ২০২৪ at ৭:৩৭ পূর্বাহ্ণ

লুপর্ণা মুৎসুর্দ্দী লোপার কণ্ঠে দয়াল তোমায় ডাকি শিরোনামে একটি প্রার্থনা সংগীত প্রকাশ পেয়েছে। ইংরেজি নববর্ষ ও বড়দিন উপলক্ষে গত ২৪ ডিসেম্বর শিল্পীর নিজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পায়। গানের সুর করেছে বেতার ও টিভি শিল্পী উপবান বড়ুয়া। গীতিকার নজরুল ইসলামের লেখায় গানের কথা, সুর ও মিউজিক ভিডিও যে কারো ভালো লাগবে। আলাউদ্দীন আলোর মিউজিক কম্পোজ প্রতিষ্ঠান হিউম্যান টিউন।

লোপা বলেন, গানটি আমি যতটুকু সম্ভব নিজের মত করে ভালো করার চেষ্টা করছি। গানের সুরকার উপবান বলেন, গানটি আমার দৃষ্টিতে একটি প্রার্থনা সংগীত মনে হয়েছে। গানটি যে কোন সময় যে কোন পরিবেশে শুনার মত একটা গান।

গীতিকার নজরুল ইসলাম বলেন, গানের কথাগুলো অনেকটা আধ্যাত্মিক গানের মত। অলাউদ্দীন আলো বলেন, যতটুকু সম্ভব গানের মিউজক গানের সাথে সাথে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে আমার বিশ্বাস গানটি যে কারে ভালো লাগবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাহিদের ক্যারিয়ার লম্বা করতে যত্ন নেওয়ার পরামর্শ টেইটের
পরবর্তী নিবন্ধসেরা অভিনেতা এবং মডেল পুরস্কার পেলেন খালেদ হোসেন