আজ সদারঙ্গের দ্বিমাসিক শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান

| শুক্রবার , ২০ ডিসেম্বর, ২০২৪ at ৬:৪৯ পূর্বাহ্ণ

সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদের নিয়মিত আয়োজন দ্বিমাসিক শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রামের গ্যালারি হলে। এতে অংশগ্রহণ করবেন রাজশ্রী বিশ্বাস (কণ্ঠ), আশীষ বসাক (বেহালা), রাজীব চক্রবর্তী (তবলা), প্রমিত বড়ুয়া (হারমোনিয়াম), এনায়েত উল্লাহ সানি (তানপুরা)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধত্বম্বিয়া খাতুন
পরবর্তী নিবন্ধআহলা দরবারে নুরুল ইসলাম কুদ্দাছীর ওরশ সম্পন্ন