আহলা দরবারে ওরশ আজ

| শনিবার , ১৪ ডিসেম্বর, ২০২৪ at ৮:৪৪ পূর্বাহ্ণ

আহলা দরবারে হযরত শাহছুফী মৌলানা সৈয়্যদ মোজহেরুল ইসলাম ফকির মৌলানা প্রকাশ ইসলাম মওলার (.) ওরছ শরীফ আজ আঞ্জুমানে আছাদিয়া ইসলামিয়া কলন্দরীয়ার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে রয়েছে পবিত্র ক্বোরআনখানি, মিলাদে নববী, তাওয়ালোদে গাউসিয়া, ওয়াজনছিহত ও ছেমাজিকির।

উক্ত ওরছে সকলকে উপস্থিত থাকার জন্য আহলা দরবার শরীফের পক্ষ থেকে হযরত সৈয়্যদ নজরুল ইসলাম কলন্দরী (.) অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বৈরাচার হটিয়ে বাংলাদেশ তার পথ ফিরে পেয়েছে
পরবর্তী নিবন্ধআল্লামা সৈয়দ শামসুল হুদার (রহ) ওরশ আজ