আহলা দরবারে হযরত শাহছুফী মৌলানা সৈয়্যদ মোজহেরুল ইসলাম ফকির মৌলানা প্রকাশ ইসলাম মওলার (ক.) ওরছ শরীফ আজ আঞ্জুমানে আছাদিয়া ইসলামিয়া কলন্দরীয়ার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে রয়েছে পবিত্র ক্বোরআনখানি, মিলাদে নববী, তাওয়ালোদে গাউসিয়া, ওয়াজ–নছিহত ও ছেমা–এ–জিকির।
উক্ত ওরছে সকলকে উপস্থিত থাকার জন্য আহলা দরবার শরীফের পক্ষ থেকে হযরত সৈয়্যদ নজরুল ইসলাম কলন্দরী (ম.) অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।