‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা’–এই শ্লোগান নিয়ে আনোয়ারায় আন্তর্জাতিক দুর্নীতি দিবস পালিত হয়েছে। গত মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্দ্যেগে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। আনোয়ারা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।
আনোয়ারা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মওলানা আবদুল খালেক শওকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক ওসমান গনীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) হোছাইন মুহাম্মদ, কৃষি কর্মকর্তা রমজান আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফেরদৌস হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আইয়ুব খান রফিক, বিএনপি নেতা সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক আবুল কালাম, আমিরুজ্জামান, এরফান চৌধুরী, ছৈয়দ আহসান উদ্দীন ও আনোয়ারুল আজিম। মানববন্ধন ও আলোচনা সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক–শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে বৃত্তির নগদ অর্থ ও পুরস্কার বিতরণ করেন।