চট্টগ্রামের ফটিকছড়িতে উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা সদরে অনুষ্ঠিত সভায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান ও আব্দুল্লাহপুর শাক্যমুনি বৌদ্ধ বিহারের দণ্ডায়মান বুদ্ধ মূর্তি নির্মাণের জন্য ১ লাখ টাকার চেক প্রদান করা হয়। এ সময় উপজেলা সদরে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়।
সংগঠনের সভাপতি অঞ্জন কুমার বড়ুয়ার সভাপতিত্বে সভায় উদ্বোধক ছিলেন প্রধান উপদেষ্টা দিবাকর বড়ুয়া চন্দন। সেফু বড়ুয়ার পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন বিজয়ানন্দ থের, রিটন বড়ুয়া, বিশ্বজিৎ বড়ুয়া, নান্টু বড়ুয়া, পবিত্র বড়ুয়া, অশীম চাকমা, তাপস বড়ুয়া, দুলাল বড়ুয়া, প্রশান্ত বড়ুয়া, আশীষ কান্তি বড়ুয়া, শ্যামল বড়ুয়া প্রমুখ।
বক্তারা বলেন, উন্নয়ন মূলক কাজ করে ফটিকছড়িকে আলোকিত করাই বৌদ্ধ সমাজের কাজ। আমরা স্বেচ্ছায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। প্রতিষ্ঠালগ্ন থেকে পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করাসহ বিভিন্ন সমাজ কল্যাণ মূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছে সংগঠনটি। সাম্য, মৈত্রী, সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান এবং আলোকিত প্রজন্ম গড়ে তোলাই আমাদের মূল কাজ।