সারা দেশে ডেঙ্গু আক্রান্ত ১১ জনের মৃত্যু

মৃত্যুতে অক্টোবরকে ছাড়িয়ে গেল নভেম্বর

| সোমবার , ২৫ নভেম্বর, ২০২৪ at ৫:৪৭ পূর্বাহ্ণ

বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের সর্বোচ্চ দৈনিক মৃত্যু। নতুন ১১ জনকে নিয়ে চলতি নভেম্বর মাসের ২৪ দিনেই ১৪৪ জনের মৃত্যু হল মশাবাহিত এ রোগে, যা চলতি বছর এক মাসের সর্বোচ্চ মৃত্যু। এর আগে অক্টোবর মাসে ১৪৫ জনের মৃত্যু হয়েছিল। সব মিলিয়ে এ বছর ৪৫৯ জনের প্রাণ কেড়েছে ডেঙ্গু। মৃত্যুর এই সংখ্যা বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ। ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭০৫ জনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১০৭৯ জন রোগী। তাতে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ হাজার ৭৯১ জনে। খবর বিডিনিউজের।

গত একদিনে যে ১১ মারা গেছেন, তাদের মধ্যে ৫ জন ঢাকা উত্তর সিটি করপোরেশন, ৪ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। খুলনা বিভাগীয় এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩৩৭ জন, ঢাকা বিভাগে ২৫০ জন, ময়মনসিংহে ৩৫ জন, চট্টগ্রামে ১৩৩ জন, খুলনায় ১৪৩ জন, রাজশাহী বিভাগে ৫৮ জন, রংপুর বিভাগে ১৭ জন, বরিশাল বিভাগে ৯৭ জন এবং সিলেট বিভাগে ৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে। আর নভেম্বরের ২৪ দিনে ২৪ হাজার ৯৭৪ জন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

পূর্ববর্তী নিবন্ধতত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে সবাই একমত : বদিউল
পরবর্তী নিবন্ধরাউজানে বিএনপি নেতাসহ দুইজন আটক