নগরীর পতেঙ্গার সী–বীচ সংলগ্ন বাগান থেকে ৩১ টি দোকানকে মূল রাস্তার পাশে পুনর্বাসন করা হয়েছে। গতকাল চট্টগ্রামের বীচ ম্যানেজমেন্ট কমিটি পুনর্বাসনের এ কাজ করে। বীচ ম্যানেজম্যান্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ভাসমান এসব দোকানকে সী–বীচ সংলগ্ন বাগান থেকে সরিয়ে সী–বীচ এলাকার মূল রাস্তার পাশে পুনর্বাসন করা হয়েছে জানিয়ে জেলা প্রশাসনের পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েম দৈনিক আজাদীকে বলেন, সী–বীচ সংলগ্ন বাগানে এখনো অনেক দোকান রয়েছে। সেগুলোকেও তালিকা থেকে পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে। মূলত সী–বীচের সৌন্দর্য রক্ষায় বীচ ম্যানেজমন্টে কমিটি ভাসমান দোকানগুলোকে পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।