ফটিকছড়িতে সুপারি রাখার গর্তে নেমে ২ ভাইয়ের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | শুক্রবার , ১ নভেম্বর, ২০২৪ at ২:৩৮ অপরাহ্ণ

ফটিকছড়িতে একটি গর্ত থেকে সুপারি তুলতে গিয়ে অক্সিজেনের অভাবে ২ ভাইয়ের মৃত্যু হয়েছে। এছাড়াও একই ঘটনা ৪ জন আহত হয়েছেন। বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো: মাহিন উদ্দিন।

শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ডের  হাজী গুন্নুমিয়া সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো: কামাল উদ্দিন বলেন- খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১ জন মহিলা ও ৫ জন পুরুষকে উদ্ধার করে দ্রুত মেডিকেলে প্রেরণ করেছে। একটি ৭-৮ ফুট গর্তে সুপারি রাখা হয়েছিল। সে সুপারি তুলতে গিয়েই মূলত এ ঘটনা ঘটেছে। গর্তটিতে সুপারির গন্ধে অতিরিক্ত মিথেন গ্যাস তৈরী হয়। ফলে অক্সিজেনের অভাবে কেউ কেউ জ্ঞান হারিয়ে ফেলে আর কেউ অসুস্থ হয়ে পড়ে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে গৃহবধূর লাশ উদ্ধার, মামলা নিয়ে দুই থানার টানাটানি
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ইত্তিহাদ ফাউন্ডেশনের মেধাবৃত্তিতে অংশ নিলো ৭ শতাধিক শিক্ষার্থী