জনমত জরিপে পাওয়া ধারণাই সত্যি প্রমাণ হল, জাপানের আগাম নির্বাচনে দেড় দশকের মধ্যে সবচেয়ে বাজে ফল দেখিয়ে সংখ্যাগরিষ্ঠতা হারাল ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)। জাপানের পার্লামেন্টের নিম্নকক্ষ ডায়েটে এলডিপি ও তাদের শরিক কোমেইতো মিলে পেয়েছে ২১৫টি আসন, যেখানে বিরোধীরা পেয়েছে ২৩৫টি আসন। খবর বিডিনিউজের।
নিম্নকক্ষের নিয়ন্ত্রণ পেতে অন্তত ২৩৩টি আসনের প্রয়োজন হয়। বিবিসি লিখেছে, এলডিপির নতুন নেতা শিগেরু ইশিবা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু দল সংখ্যাগরিষ্ঠতা হারানোয় এখন তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েই অনিশ্চয়তা দেখা দিয়েছে। সোমবার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম এনএইচকে–কে তিনি বলেছেন, ভোটাররা আমাদের কঠোর রায় দিয়েছে এবং আমাদেরকে এই ফল বিনয়ের সঙ্গে মেনে নিতে হবে।
শিগেরু ইশিবা বলেন, জাপানের জনগণ এলডিপির কাছে তাদের দৃঢ় আকাঙ্ক্ষার কথা প্রকাশ করেছে এবং এলডিপি জনগণের প্রত্যাশা পূরণের দল হয়ে উঠবে।