প্রধান বিচারপতির সঙ্গে দুই উপদেষ্টার বৈঠক

| বুধবার , ২৩ অক্টোবর, ২০২৪ at ৮:১৪ পূর্বাহ্ণ

রাষ্ট্রপতির পদত্যাগের দাবি জোরদার হওয়ার মধ্যেই প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সুপ্রিম কোর্টের একজন কর্মকর্তা বলেন, গতকাল মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কার্যালয়ে দেখা করেন এ দুই উপদেষ্টা। আইন উপদেষ্টা ও তথ্য উপদেষ্টা দুপুর ২টায় প্রধান বিচারপতির সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। তারা প্রায় আধা ঘণ্টা ছিলেন। খবর বিডিনিউজের।

বৈঠক কী বিষয়ে কথা হয়েছে, সে বিষয়ে জানাতে পারেননি ওই কর্মকর্তা। সুপ্রিম কোর্ট প্রশাসন থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। সুপ্রিম কোর্টে ওই বৈঠক যখন চলছে, তখন ছাত্রজনতা রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ করছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও আলাদাভাবে শহীদ মিনারে সমাবেশ করে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি জানায়।

এদিকে জ্যেষ্ঠ আইনজীবীরা বলছেন, সংসদ কার্যকর না থাকায় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে অপসারণের সুযোগ আর নেই। তবে তিনি পদত্যাগ করতে পারেন। সরকার তাকে পদত্যাগ করতে বলতেও পারে। আবার বিষয়টি নিয়ে সরকার সুপ্রিম কোর্টের মতামতও চাইতে পারে।

পূর্ববর্তী নিবন্ধব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক
পরবর্তী নিবন্ধরাষ্ট্রপতি নিয়ে আসিফ নজরুলের বক্তব্যে একমত অন্তর্বর্তী সরকার