হাবিব গ্রুপের তিন পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজাদী প্রতিবেদন | সোমবার , ৭ অক্টোবর, ২০২৪ at ৫:১০ পূর্বাহ্ণ

এবি ব্যাংক আগ্রাবাদ শাখার ৩৯ কোটি ১৭ লাখ ৪৯ হাজার ৫৯১ টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় চট্টগ্রাম ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান হাবিব গ্রুপের তিন পরিচালককে ৫ মাসের দেওয়ানি আটকাদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তিন পরিচালক হলেন, ইয়াকুব আলী, মো. ইয়াছিন আলী ও তানবীর হাবিব। এরমধ্যে প্রথম দুজন সহোদর। গতকাল চট্টগ্রামের অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে বিচারক দেওয়ানি আটকাদেশসহ গ্রেপ্তারি পরোয়ানার এ আদেশ দিয়েছেন। তিনি বলেন, সিয়াম’স সুপারিয়র লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের নামে নেওয়া ঋণ পরিশোধ না করায় ২০২৩ সালে দায়িকদের বিরুদ্ধে ব্যাংকের পক্ষ থেকে অর্থঋণ মামলা দায়ের করা হয়। মামলায় চলতি বছরের ৪ মে ডিক্রি হয়। এতে বলা হয়, ৬০ দিনের মধ্যে ঋণ পরিশোধ করতে হবে। কিন্তু দায়িকরা উক্ত সময়ের মধ্যে ঋণ পরিশোধ না করায় তাদের বিরুদ্ধে গত ৬ জুন অর্থঋণ জারি মামলা দায়ের করা হয়। বেঞ্চ সহকারী বলেন, ঋণের বিপরীতে দায়িকদের কোনো স্থাবর সম্পদ বন্ধক বা সহায়ক জামানত ছিল না। এ জন্য নিলাম কার্যকর করা সম্ভব হয়নি। এরই ধারাবাহিকতায় ব্যাংকের পক্ষ থেকে দায়িকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আবেদন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমহাসড়কের পাশে পলিথিন মোড়ানো নবজাতকের লাশ
পরবর্তী নিবন্ধরাউজানে সকালে ‘অপহৃত’ ব্যবসায়ী সন্ধ্যায় মুক্ত