ওয়াসার কাজের সঠিক পরিকল্পনা প্রণয়ন করা হোক

| মঙ্গলবার , ১ অক্টোবর, ২০২৪ at ৪:৫৭ পূর্বাহ্ণ

সরকারি জনসেবামূলক প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে অপরিকল্পিত কাজ চোখে পড়ে ওয়াসার প্রকল্পগুলোয় মেয়াদের তুলনায় অধিক সময় নিয়ে এই প্রতিষ্ঠান কাজ শেষ করে। অবশ্য পুরোপুরি শেষ করে তাও নয়, একটি পয়েন্টের অর্ধেক কাজ ফেলে রেখে পরবর্তী দুইটি পয়েন্টের কাজ আরম্ভ করে। এতে ভোগান্তির শেষ থাকে না জনসাধারণের। নতুন নতুন রাস্তা কেটে প্রকল্প বাস্তবায়ন করার কৌশল অবলম্বন করে। অথচ সেই কাজ রাস্তা গড়ার আগেই করা যেত। এতে দেশের অর্থ কিছুটা হলেও কম খরচ হতো।

হালিশহরে প্রায় প্রতি রাস্তাই কাটা। পয়ঃনিষ্কাশনের প্রকল্পটি বাস্তবায়ন করতে গিয়ে রাস্তার আজ বেহাল অবস্থা। ফলে সাধারণ যানবাহনে করে নির্দিষ্ট গন্তব্যে যেতে সময় ও ভাড়া উভয়ই বাড়তি ব্যয় করতে হয়। সাথে থাকে দুর্ঘটনার ঝুঁকি। ওয়াসার কর্মকর্তাদের সঠিক পরিকল্পনা ও জবাবদিহিতার ব্যবস্থা করলে এই সমস্যার উত্তরণ করা সম্ভব হবে। না হয় দেশের অর্থ পরিকল্পনার অভাবে নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। অতি শীঘ্রই মেয়াদ ভিত্তিক কাজ শেষ করে হালিশহর এলাকার মানুষের এই ভোগান্তি দূর করার ব্যবস্থা করা হোক। সাথে সাথে সিটি কর্পোরেশন ও ওয়াসার কাজে সমন্বয় করে পরবর্তী প্রকল্প বাস্তবায়ন করা হোক। এতে জনসাধারণ চলাচলের নিত্য দুর্ভোগ হতে রেহাই পাবে।

মুহাম্মদ বুরহান উদ্দিন ফাহিম

হালিশহর, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধসাফিল মিয়া বীরোত্তম : অসম সাহসী বীর মুক্তিযোদ্ধা
পরবর্তী নিবন্ধখেলা