বন্যা

গৌতম কানুনগো | শুক্রবার , ৩০ আগস্ট, ২০২৪ at ৫:১২ পূর্বাহ্ণ

চারদিক থই থই জল আর জল

আহাজারি হইচই আর কোলাহল।

ফুলগাজী, সোনাগাজী,ছাগলনাইয়ায়

আরো দেখি পরশুরাম, কুমিল্লায়।

কাটগড়, চট্টলা,রাঙামাটি

ভেসে গেছে স্কুল ছিলো পরিপাটি।

হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি

নিখোঁজের খবরেতে জেলে ও তরী।

ডুবে গেছে গাছপালা, তৃণলতা ঘাস

স্রোতে যায় ভেসে ভেসে মানুষের লাশ।

যতদূর চোখ যায় সীমাহীন জল

বন্যায় কবলিত মানুষের ঢল।

পূর্ববর্তী নিবন্ধহে মাঝি
পরবর্তী নিবন্ধসব শিক্ষক একরকম নয়