চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা শিক্ষক পণ্ডিত স্বর্ণময় চক্রবর্তী সমপ্রতি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন, সঙ্গীত ভবন থেকে প্রফেসর ড. বাসভী মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে ‘বাংলাদেশে শাস্ত্রীয় সংগীত চর্চা : একটি অধ্যয়ন’ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি এর পূর্বে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে শাস্ত্রীয় সংগীতে অনার্স এবং প্রথম শ্রেণীতে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। এছাড়া বাংলাদেশে শাস্ত্রীয় সঙ্গীতের শীর্ষতম প্রতিষ্ঠান সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশের তিনি প্রতিষ্ঠাতা। প্রেস বিজ্ঞপ্তি।