আনোয়ারা: আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। গত বৃহম্পতিবার উপজেলার কালাবিবি দিঘীর মোড়ে এম. মনজুর উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে ও মোজাম্মেল হকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অ্যাডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, মো.হুমায়ুন কবির চৌধুরী আনচার, আবুল কালাম আবু, সাইফুল ইসলাম, মো.হাসান চৌধুরী, সলিমুল্লাহ খান, মোহাম্মদ শাহজাহান, জসীম উদ্দীন বদিউল আলম, মো. আলমগীর,মাসুদুল আলম, আবদুল মইন চৌধুরী ছোটন,রফিকুল ইসলাম খোকা, জসিম উদ্দিন চৌধুরী,ইলিয়াছ করিম মিঠু, জসীম উদ্দীন,নজরুল ইসলাম, আহমদ নূর, আবু জাফর, মো. ফরিদ, আনিসুর রহমান, মো.ইসহাক, নঈম উদ্দিন, আতিকুর রহমান প্রমুখ।
রাঙ্গুনিয়া প্রতিনিধি : জানান,বিএনপি কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসুচির অংশ হিসেবে রাঙ্গুনিয়া ছাত্রদলের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।শোভাযাত্রাটি উপজেলা সদরের ইছাখালী থেকে শুরু হয়ে কাপ্তাই সড়কের ঘাটচেক, রোয়াজারহাট, চন্দ্রঘোনা লিচুবাগান, গোচরা, শান্তিরহাট, ঘাটচেক গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আনছুর উদ্দিন। এতে অংশ নেন মোহাম্মদ সৈয়দ ছাবের, হাজী মুরশেদ, আবুল হোসেন চৌধুরী, আবু বক্কর, শাহেদুল ইসলাম ইফাক, মোহাম্মদ আয়ুব, মোহাম্মদ পেয়ারু, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ ফরিদ, মোহাম্মদ জসিম, মোহাম্মদ পারভেজ হোসেন,মোহাম্মদ আজিম, মোহাম্মদ আরভিন হুমায়ুন, নুরল আবছার, বক্কর, মোহাম্মদ তৈয়ব, মোহাম্মদ সুহেল, মোহাম্মদ জাফর, গাজী নাজিম, মান্নান, রায়হান, পাভেল,ফারুক, নিশাত সিকদার, মিজান, সাব্বির, সাহেদ, সাইফুল, টিপু, মো.সোহেল, তৈয়ব, মোহাম্মদ শহিদুল, মোহাম্মদ নিজাম উদ্দিন, মো. সারেক, মো. সুজন, মো. তারেক, মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ জমির, জাবেদ বাহাদুর, মো. মোরশেদ, মো. নেজাম, মো. লোকমান মনি, মো. আবছার, মো. তারেক, আনোয়ার, মাসুদ, সুজন, সারেক, রাব্বি, আরিফ, বাদশা, মামুন, আজম, ইমরান, রায়হান, রনি প্রমুখ।










