সাবেক সচিবের বাড়িতে মিলল দেশি-বিদেশি বিপুল মুদ্রা

| শনিবার , ১৭ আগস্ট, ২০২৪ at ৬:৩৯ পূর্বাহ্ণ

রাজধানীর মোহাম্মদপুরে দুটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশিবিদেশি মুদ্রা উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার সন্ধ্যার পর বাড়ি দুটিতে অভিযান পরিচালনা করে এসব মুদ্রা উদ্ধার করা হয়।

এ বিষয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওবায়দুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানাধীন বাবর রোডের এফ ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাড়ি হতে বিপুল পরিমাণ দেশিবিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। খবর বাংলানিউজের।

ডিএমপি মিডিয়া জানিয়েছে, বাড়ি দুটি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাবেক সচিব শাহ কামালের। তার বাসা দুটি থেকে ৩ কোটি ১ লাখ ১০ হাজার ১৬৬ টাকা ও ১০ লাখ ৩ হাজার ৩৬৬ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। বিদেশি মুদ্রার মধ্যে রয়েছে ইউএস ডলার ৩০০০ টাকার, মালেয়শিয়া রিংগিত ১ হাজার টাকার, সৌদি রিয়াল রয়েছে ২ হাজার ৯৬৯ টাকার, সিঙ্গাপুরী ডলার রয়েছে ৪ হাজার ১১২ টাকার। এছাড়া অট্রেলিয়ান ডলার রয়েছে ১ হাজার ৯১৫ টাকার, কোরিয়ান ইয়াং ২৫ হাজার টাকার এবং চাইনিজ ইয়াং রয়েছে ১৯৯ টাকার।

এদিকে, প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের ওই বাড়ি দুটি ৬ তলা। বাড়ির দ্বিতীয় তলায় একজন সচিব থাকেন পরিবার নিয়ে। পরে স্থানীয়রা জানতে পারেন বাড়িটিতে বিপুল পরিমাণের টাকা লুকিয়ে রাখা হয়েছে। এরপর স্থানীয় জনতা ওই ভবনটি ঘিরে ফেলেন। ভবন ঘিরে তারা এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের খবর দেন। স্থানীয় জনতা থেকে খবর পেয়ে বাসাটিতে ডিএমপির একাধিক টিম যায়। পরে ডিএমপির অভিযানে বাসাটি থেকে বিপুল পরিমাণে দেশিবিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধঅসংখ্য ভুয়া সমন্বয়ক বানিয়ে দেশ অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে : সারজিস
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ৬৫ হাজার একর জমিতে বাগদা চিংড়ি চাষ