চেনা মায়া

মাইছুরা ইশফাত | বৃহস্পতিবার , ১৫ আগস্ট, ২০২৪ at ৮:০০ পূর্বাহ্ণ

এখানে এই চেনা পল্লীতে

সময় হাঁটে সময়ের গতিতে

এখানে সময় বসে বাজার বারের হাটে

সময় হাসে পুকুর পাড়ের ঘাটে।

এখানে ট্রেনের দুলুনি বাজায় সময়ের ঘণ্টা

অচেনা পথিকের বিরহে পুড়ে বিবাগী মনটা।

এখানে সময়ের ক্লান্তি নামে পুবের বিলে

ধবল বকগুলো উড়ে যায় দখিনের ঝিলে।

এখানে ঝিঁঝিঁ পোকার আসর জমে নিশীথে

সময়টা ভারি হয় দুখিনী ডাহুকের গীতে।

এখানে সারি সারি সুপারির ডগা মাথা তুলে আকাশে

সময়ের বার্তা দেয় বাতাসের কানে।

এখানে ওই তিন রাস্তার মোড়ে চায়ের দোকানে

রাজনীতির ঘ্রাণ বদলায় সময়ে সময়ে।

এখানে যা কিছু সবকিছু ছিল সাধারণ

সময়ের বহতায় তা হলো প্রিয় আর অসাধারণ।

পূর্ববর্তী নিবন্ধনগরখেকো পোকা
পরবর্তী নিবন্ধভাবনাগুলো কি ভুল ছিলো