কাপ্তাইয়ে মৎস্য সম্পদ সুরক্ষায় জেলেদের সাথে মতবিনিময়

কাপ্তাই প্রতিনিধি | বুধবার , ৩১ জুলাই, ২০২৪ at ১১:২৪ পূর্বাহ্ণ

ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সানমে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২৪ উপলক্ষে মৎস্য সম্পদ সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ে গতকাল (৩০ জুলাই) স্থানীয় জেলেদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী এবং উপজেলা তথ্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত এবং রাঙ্গামাটি জেলা স্কাউটসের সহসভাপতি কাজী মোশাররফ হোসেন।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ মাছের দেশ হলেও বর্তমানে অনেক মাছ বিলুপ্ত হয়ে গেছে। তারপরও অবশিষ্ট যা আছে তাকে টিকিয়ে রাখতে এবং দেশে মৎস্য সম্পদ সমৃদ্ধ করতে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। মাছের প্রজনন মউসুমে মা মাছ ধরা থেকে বিরত রাখতে সরকার নির্দৃষ্ট সময় পর্যন্ত মাছ ধরা নিষিদ্ধ রাখছে। আবার মাছধরা নিষিদ্ধ থাকা কালিন সময়ে যাতে প্রকৃত জেলেরা কষ্ট না পায় সে জন্য তালিকাভুক্ত জেলেদের বিভিন্নভাবে সহযোগিতা প্রদান করা হচ্ছে। সভায় ডিমওয়ালা মাছ না ধরা এবং নিষিদ্ধ কালিন সময়ে মাছ শিকার না করার জন্য উপস্থিত জেলেদের প্রতি আহবান জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধদীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান
পরবর্তী নিবন্ধহাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যানের সাথে মতবিনিময়