শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের এক দফা দাবিতে লোহাগাড়ার পদুয়ায় বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরে ছাত্রলীগের হামলায় ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারীরা। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে চট্টগ্রাম–কঙবাজার মহাসড়কে ঠাকুরদীঘি এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নেয়।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সাধারণ শিক্ষার্থীরা এই বিক্ষোভ সমাবেশ করেন। এতে সাতকানিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান করায় প্রায় ২০ মিনিট উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ থাকে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে আসলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম আসিফুর রহমান জানান, কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশের নামে মহাসড়ক দখল করে অবস্থান করছিল। তাই ছাত্রলীগ নেতৃবৃন্দ ধাওয়া করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কোনো বিক্ষোভকারীকে দেখতে পাননি।