চট্টগ্রামে প্রস্তুতিমূলক ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১৩ জুলাই, ২০২৪ at ৫:১৯ পূর্বাহ্ণ

টিটোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ দলের খেলোয়াড়রা বেশ কিছুদিনের বিশ্রাম পেয়েছেন। তবে শিগগিরই তাদের আবার মাঠে নামতে হচ্ছে। কারণ আগামী মাসেই নাজমুল হেসেন শান্তলিটন দাসদের পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যে কারণে এই সিরিজ নিয়ে বিসিবি বেশ সিরিয়াস। এর আগে আজ শনিবার অস্ট্রেলিয়ায় খেলতে যাচ্ছে চারদিনের ম্যাচে অংশ নিতে যাওয়া বিসিবির এইচপি (হাই পারফরম্যান্স) দল। সেখানে চারদিনের ম্যাচ দিয়ে শুরুর পর ওয়ানডে এবং টিটোয়েন্টি খেলবে টাইগার ক্রিকেটাররা। ফলে ওয়ানডে ও টিটোয়েন্টিতে থাকা বাকিরা যাবেন পরে। তার আগে নিজেদের প্রস্তুতি হিসেবে চট্টগ্রামে দুটি করে টিটোয়েন্টি এবং ওয়ানডে ম্যাচ খেলবে এইচপি দলের ক্রিকেটাররা। সেখানে থাকবেন বাংলাদেশ টাইগার্সের ক্রিকেটাররাও। আজই চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে ক্রিকেটারদের। এখানে পৌঁছে আগামী ১৫ জুলাই ওয়ানডে এবং ১৬ জুলাই টিটোয়েন্টি ম্যাচ খেলবে ক্রিকেটাররা। ১৭ জুলাই বিশ্রামে কাটিয়ে ১৮ তারিখ আবার ওয়ানডে ম্যাচ এবং ১৯ তারিখ টিটোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। সেই দিনই জাতীয় দলের ক্রিকেটারদের চট্টগ্রামে যোগ দেওয়ার কথা রয়েছে। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ এবং তার আগে ‘এ’ দলের সিরিজ নিয়ে প্রস্তুতি সারবে ক্রিকেটাররা। সেই প্রস্তুতির অংশ হিসেবে দুটি তিন দিনের ম্যাচ খেলবে জাতীয় দলের ক্রিকেটারসহ অন্যান্য খেলোয়াড়রা। ২২ জুলাই থেকে ২৪ জুলাই সূচি রয়েছে। এরপর ২৭ থেকে ২৯ জুলাই পর্যন্ত মাঠে গড়ানোর কথা রয়েছে দ্বিতীয় ম্যাচ।

পূর্ববর্তী নিবন্ধবৃষ্টি বাধায় হতে পারেনি দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের খেলা
পরবর্তী নিবন্ধতৃতীয় বিভাগ ফুটবল লিগের দুটি খেলাই ড্র