রাঙ্গুনিয়ায় বৃষ্টিতে ধসে গেছে সড়ক

এনএনকে ফাউন্ডেশনের সংস্কারের উদ্যোগ

জগলুল হুদা, রাঙ্গুনিয়া | বৃহস্পতিবার , ১১ জুলাই, ২০২৪ at ৯:০১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় বৃষ্টিতে ধসে গেছে জনগুরুত্বপূর্ণ কোর্ট কাম আমান উল্লাহ সড়কের বেতাগী কমিউনিটি সেন্টার অংশ। এই অংশে অন্তত ১০০ ফুট অংশে ফাটল ধরে যায় এবং পাশের খালে পড়ে গিয়ে যানবাহন চলাচল বন্ধের উপক্রম হয়। এছাড়া ঝুঁকিপূর্ণ এই অংশের উপর দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটার উপক্রম হয়। তবে ধসে যাওয়া সড়ক সংস্কার করার উদ্যোগ নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির পারিবারিক দাতব্য প্রতিষ্ঠান এনএনকে ফাউন্ডেশন। ফাউন্ডেশনের সভাপতি এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এরশাদ মাহমুদের মাধ্যমে তিন লক্ষাধিক টাকা ব্যয়ে সড়কটির সংস্কার কাজ চলায় স্বস্থি প্রকাশ করেন স্থানীয়রা। ঠিকাদার নিয়োগের মাধ্যমে বাস্তবায়নাধীন কাজটি তদারকি করছে উপজেলা প্রকৌশল অধিদপ্তর। জানা যায়, উপজেলার পোমরা ইউনিয়নের গোচরা চৌমুহনী থেকে বেতাগী ইউনিয়নের মানুষের চলাচলের অন্যতম প্রধান মাধ্যম কোর্ট কাম আমান উল্লাহ সড়ক। বৃষ্টিতে সড়কের গুণগুণিয়া বেতাগী কমিউনিটি সেন্টার এলাকায় অন্তত ১০০ ফুট অংশ ফাটল দেখা দেয় এবং ধসে গিয়ে খালে পড়ে যাওয়ার উপক্রম হয়। এতে যানবাহন ও জন চলাচল অনেকটা বন্ধ হয়ে যাচ্ছিল। পরে স্থানীয় জনপ্রতিনিধি জরুরি সংস্কারে সরকারের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেন। স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে অবহিত হয়ে তিন লক্ষাধিক টাকা ব্যয়ে সড়কের পাশে খালের পাড়ে টেকসই গাইডওয়াল দিয়ে সড়কের ধসে যাওয়া অংশ সংস্কার কার্যক্রম শুরু করা হয়। এই ব্যাপারে বেতাগী ইউপি চেয়ারম্যান শফিউল আলম বলেন, এরশাদ মাহমুদকে বিষয়টি জানালে তিনি নিজ উদ্যোগে ধসে যাওয়া সড়ক প্রয়োজনীয় গাইডওয়াল দিয়ে সংস্কারের ব্যবস্থা করেন। এনএনকে ফাউন্ডেশনের সভাপতি এরশাদ মাহমুদ বলেন, বৃষ্টিতে ধসে যাওয়া সড়ক সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। এই কার্যক্রম চলমান থাকবে।

পূর্ববর্তী নিবন্ধপার্বত্য চট্টগ্রাম শাসনবিধি রক্ষায় ইউপিডিএফের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে ফ্যাশন এক্সিবিশন আর্ট অ্যান্ড ফেস্টিভ্যাল