আহমদ শফী ও বাবুনগরীর কবর জেয়ারত করলেন হেফাজত নেতা মামুন

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ৩ জুন, ২০২৪ at ৯:৩৮ অপরাহ্ণ

হেফাজত ইসলাম বাংলাদেশের প্রয়াত আমীর আল্লামা আহমদ শফী ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জেয়ারত করেছেন সদ্য জামিনে আসা হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

এর আগে সোমবার (০৩ জুন) দুপুরের দিকে তিনি হাটহাজারী মাদ্রাসায় আসেন।

জানা যায়, সোমবার চট্টগ্রাম জেলার ফটিকছড়িস্থ জামিয়া ইসলামিয়া আজীজুল উলূম বাবুনগর মাদ্রাসায় আল্লামা মামুনুল হকসহ অন্যান্য হেফাজত নেতা-কর্মীদের কারামুক্তি উপলক্ষে আমীরে হেফাজত, মুজাহিদে মিল্লাত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী দা. বা. এর পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান যোগ দিতে যাওয়ার পথে আল্লামা মামুনুল হক হাটহাজারী মাদ্রাসায় যাত্রা বিরতি করেন।

এ সময় তিনি হেফাজত ইসলাম বাংলাদেশের প্রয়াত আমীর আল্লামা আহমদ শফি ও আল্লামা জুনায়েদ বাবুনগরীর কবর জেয়ারত করেন। হাটহাজারী মাদ্রাসার মাওলানা মামুনুল হক আসছেন এমন খবর ছড়িয়ে পড়লে অনেককে ভিড় করতে দেখা যায়।

উল্লেখ্য, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। ১৮ এপ্রিল মোহাম্মদপুরের মাদরাসা থেকে মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৩৭টি মামলা করা হয়। সেই থেকে তিনি কারাগারে ছিলেন। তবে গত ০৩ মে শুক্রবার বেলা ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক জামিনে মুক্ত হন।

পূর্ববর্তী নিবন্ধমারামারির মামলায় টেকনাফ উপজেলা আ.লীগ সভাপতি কারাগারে
পরবর্তী নিবন্ধলকার থেকে স্বর্ণ গায়েব : ৫ দিন পর চকবাজার থানায় মামলার আবেদন