তুমিও আমাকে দেখো
আমিও তোমাকে দেখি
আয়নার পারদে গয়নার আদলে
একই ছায়ায় উঠি বসি জুটি বাঁধি।
ছায়ার পুকুরে তপ্ত দুপুরের দুঃখটুকু
বিরুদ্ধ বিরুৎ উৎসবে করে মাখামাখি,
অর্কিড অ্যালবামে সেটি সজ্জিত করে রাখি।
সভ্যতার অহংকার তোমাদের প্রজ্ঞার ভার
নিয়নের ঝাড় থৈথৈ ঘুমের ভেতর।
রোজ দেখি অদেখা নগর ঐক্যের ঘুন
টলটলে জলে ডুব দেয় অচেনা কুসুম।
ধুপের সুগন্ধি বায়ে,
বয়সী বপু পিঙ্গল বৃক্ষ থেকে
পরমায়ু প্রার্থনায় খড় রঙা পাখি হতে চায়।
আমরাতো ঈশ্বরের বরপুত্র নই
যে কৃষ্ণ হয়ে যাবো!