‘সাংস্কৃতিক কর্মীরাই মহান স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছেন’

মুক্তধ্বনি আবৃত্তি সংসদের আবৃত্তি উৎসব

| বৃহস্পতিবার , ১৬ মে, ২০২৪ at ৮:০৬ পূর্বাহ্ণ

সভ্যতা টিকে থাকার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে সংস্কৃতি। ব্যবসাবাণিজ্য অর্থনৈতিক পরির্বতন আনে, কিন্তু সংস্কৃতি পরিবর্তন করে মানুষের বোধ আর মননের। স্থায়িত্ব আনে একটি আদর্শের। স্থায়ী ঠিকানা পায় একটা জাতি। জাতির সুকুমার কল্যাণে কাঠামো পায় সভ্যতা। পরিশীলিত আচার ব্যবহার, ব্যবহার বিধিই সংস্কৃতি। সংস্কৃতি এক ব্যাপক মাধ্যম। এর ডালপালা খুব বিস্তৃত। শাখা প্রশাখা অনেক রূপে শোভিত। কিন্তু একটি কথা বড় মানতে হয়, এর একমাত্র অনবদ্য মাধ্যম শিল্প। শিল্প ছাড়া সংস্কৃতি শব্দটি অর্থহীন। এর কার্যক্রম অপাংক্তেয়। যাঁরা শিল্পের চর্চা করে তাঁরাই সংস্কৃতির লালন করে। শিল্পের চর্চায় সংস্কৃতি পুষ্টিপায়। বেড়ে ওঠে প্রতিদিন।’

সৃষ্টি সুখের উল্লাসে মুক্ত করি ধ্বনি পথ চলার ৩৬ বছরে মুক্তধ্বনি আবৃত্তি উৎসব ১৪৩১ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল বুধবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

আয়োজনের আলোচনায় প্রধান অতিথি ছিলেন মহানগর আ. লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলা একাডেমির পরিচালক ড. শাহাদাৎ হোসেন নিপু, কবি মজিদ মাহমুদ, নাট্যজন সাইফুল আলম বাবু, অধ্যাপক সায়রা বানু রৌশনী, রোটারিয়ান চম্পাকলি বড়ুয়া, হাসান ফয়সাল রিয়াদ। আব্দুর রশিদ লোকমানের সভাপতিত্বে ও মুক্তধ্বনি আবৃত্তি সংসদের সভাপতি মোহাম্মদ মছরুর হোসেনের সঞ্চালনায় আমন্ত্রিত আবৃত্তি শিল্পীর পরিবেশনায় ছিলেন একুশে পদকপ্রাপ্ত আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা, মাসকুর এ সাত্তার কল্লোল, মাসুম আজিজুল বাসার, প্রণব চৌধুরী, রেজাউল করিম রেজা, শ্রাবণী সুলতানা, মুজাহিদুল ইসলাম, পলি পারভীন, ইমরান সাগর, মেহেদী হাসান, মিসবাহিল মোকার রাবিন, অনন্যা রেজওয়ানা, সেলিম ভূঁইয়া, স্নিগ্ধা বড়ুয়া, হোসাইন ইলিয়াছ, মো. জাহেদ হোসেন রনি, মুহাম্মদ আজাহার উদ্দিন, সঞ্চিতা তালুকদার, ফয়সাল রেজা, আশিক আরেফিন প্রমুখ।

প্রধান অতিথি আ জ ম নাছির উদ্দিন বলেন, সাংস্কৃতিক কর্মীরাই মহান স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছেন। সাংস্কৃতির সাথে জড়িত থাকলেই শুদ্ধ মানুষ হওয়া সম্ভব। দেশে যত বেশি সংস্কৃতির চর্চা হবে, সমাজ ততই সুন্দরভাবে এগিয়ে যাবে।

পূর্ববর্তী নিবন্ধতুরস্কের ব্যবসায়ীদের চট্টগ্রাম ও কক্সবাজারে বিনিয়োগের আহ্বান
পরবর্তী নিবন্ধরাউজানে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খু’ন