ক্রিকেটার তৈরির কর্মসূচি শুরু করেছে চট্টগ্রাম রিজিয়নাল ক্রিকেট কমিটি

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১৬ মে, ২০২৪ at ৭:৪৫ পূর্বাহ্ণ

দেশে রিজিয়নাল ক্রিকেট কমিটি গুলো ঘোষণা করেছে বিসিবি গত নির্বাচনের পরেই। দেশের অন্য রিজিয়ননাল কমিটি গুলো তাদের কোন কার্যক্রম শুরু করতে না পারলেও চট্টগ্রাম রিজিয়নাল কমিটি সবার আগে মাঠে নেমে পড়ে। যদিও তারা তাদের প্রথম কর্মসুচিটা সফল করতে পারেনি। গত নভেম্বরে একটি অনূর্ধ্ব২৩ ক্রিকেট টুর্নামেন্ট করার কথা থাকলেও সেটা করা হয়নি। যদিও কারন হিসেবে তারা তখন জাতীয় নির্বাচনের ব্যস্ততার কথা বলেছেন। তবে এবার নতুন একটি কর্মসুচি নিয়ে মাঠে নেমেছে রিজিয়নাল কমিটি। তা হচ্ছে ক্রিকেটার তৈরির প্রকল্প। এরই মধ্যে চট্টগ্রাম বিভাগের ১১ টি জেলা থেকে বাছাই এর মাধ্যমে ৭৫ জন অনূর্ধ্ব১৬ এবং অণূর্ধ্ব১৭ বয়সী ক্রিকেটারকে বাছাই করে। এবার তাদের গড়ে তোলার প্রচেষ্টা শুরু করেছে সংস্থাটি। এই ৭৫ জন ক্রিকেটারকে নিয়ে প্রথমে অন্তত তিন সপ্তাহের একটি প্রশিক্ষন ক্যাম্প শুরু করেছে গতকাল। তিন সপ্তাহের প্রশিক্ষন শেষে এই ক্রিকেটারদের নিয়ে আয়োজন করা হবে টুর্নামেন্ট। আর সে টুর্নামেন্ট চলাকালেই আবার বাছাই করা হবে। বাছাই এর মাধ্যমে ৭৫ জন থেকে সংখ্যাটা আরো কমিয়ে আনা হবে। এরপর তাদের নিয়ে চলবে প্রশিক্ষণ।

রিজিয়নাল কমিটির কর্মকর্তারা বলছেন যাদের নিয়ে এই প্রশিক্ষণ ক্যাম্প শুরু করা হলো তাদের মধ্য থেকে শেষ পর্যন্ত চেষ্ট করা হবে মান সম্পন্ন ক্রিকেটার বের করে আনার। এই ক্ষুদে ক্রিকেটারদের নিয়ে আবাসিক ক্যম্প চালু করা হয়েছে। যা চলতে থাকবে। এই কিশোরদের মধ্য থেকে কিকেটার বের করে আনা সম্ভব বলে মনে করছেন চট্টগ্রাম রিজিয়নাল কমিটির কর্মকর্তারা। চট্টগ্রামের সাবেক ক্রিকেটার যারা খেলেছেন দেশের সর্বোচ্চ পর্যায়ে, আর এখন যারা বিসিবি সহ নানা পর্যায়ে কোচের দায়িত্ব পালন করছেন তারাই এই ক্ষুদে ক্রিকেটারদের প্রশিক্ষণ দিচ্ছে। তাদের মধ্যে রয়েছেন বিসিবির বিভাগীয় কোচ মোমিনুল হক, প্রথম শ্রেনীর ক্রিকেট খেলা মাসুম উদ দৌলা, রেজাউল করিম রাজিব, কাজি কামরুল ইসলাম। দলে আরো দুজন টেকনিক্যাল ম্যান যোগ হবে বলেও জানা গেছে। চট্টগ্রাম রিজিয়নাল কমিটির কর্মকর্তাদের প্রত্যাশা এদের মধ্য থেকে ভাল মানের ক্রিকেটার বেরিয়ে আসবে। এই প্রশিক্ষন কর্মসুচি চলার পাশাপাশি আগামী নভেম্বরে একটি টুর্নামেন্ট আয়োজনেরও কর্মসুচি রয়েছে। যে টুর্নামেন্টটি গত নভেম্বরে হওয়ার কথা ছিল।

গতকাল বিকেলে সাগরিকাস্থ জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের ইনডোরে এই কিশোর ক্রিকেটারদের প্রশিক্ষন কর্মসুচির উদ্বোধন করেন বিসিবির পরিচালক আ জ ম নাছির উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন যথাযথ প্রশিক্ষন দিতে পারলে অবশ্যই মান সম্পন্ন ক্রিকেটার বেরিয়ে আসবে। আমরা সে চেষ্টা শুরু করেছি। আশা করছি ভাল কিছু পাওয়া যাবে এই ক্যাম্প থেকে। তিনি বলেণ এই ক্যাম্প শেষে ২দিনের ক্রিকেট প্রতিযোগিতা এবং ১ দিনের ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন করা হবে এবং প্রতিযোগিতা শেষে অনূর্ধ্ব১৬, অনূর্ধ্ব১৮ দুটি পৃথক দল তৈরী করে বিশেষায়িত স্কিল ক্যাম্প আয়োজন করা হবে। ক্যাম্প আয়োজনে সার্বিক সহযোগিতা ও আর্থিক পৃষ্ঠপোষকতার জন্য তিনি ফোরএইচ গ্রুপের চেয়ারম্যান গওহর সিরাজ জামিলকে ধন্যবাদ জানান অনুষ্ঠানে বক্তব্য রাখেন আঞ্চলিক ক্রিকেট সংস্থার সদস্য সচিব সিরাজউদ্দিন মো. আলমগীর, অর্থ সম্পাদক আলহাজ্ব আলী আব্বাস। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি হাফিজুর রহমান, এহসানুল হায়দার চৌধুরী বাবুল, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর, নির্বাহী সদস্য জিএম হাসান, হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল, আলী হাসান রাজু, সাইফুল আলম খান, শওকত হোসেন, ইয়াসির আরাফাত পাপলু, জাফর ইকবাল, জাহেদ হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসিজেকেএস ক্রিকেট বাইল’জে বিভ্রান্তি ক্ষতির শিকার হয়ে মুক্তিযোদ্ধার চিঠি
পরবর্তী নিবন্ধতৃতীয় স্থানে উঠে এসেছে পাইরেটস