মোবাইলের আলোয় শুল্কায়ন কমিটির সভা

কাস্টমসে বিদ্যুৎ বিভ্রাট

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৭ মে, ২০২৪ at ৮:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কাস্টমস হাউসে গতকাল বিকালে বিদ্যুৎ বিভ্রাটে এক ঘণ্টা শুল্কায়ন কার্যক্রম বন্ধ ছিল। এই সময়ে জেনারেটরের সাপোর্টও ছিল না বলে জানান ভুক্তভোগীরা। অপরদিকে একই সময়ে কাস্টমস হাউসের সম্মেলন কক্ষ শুল্কায়ন কমিটির সভা চলছিল। বিদ্যুৎ চলে যাওয়ায় মোবাইল লাইট জালিয়ে তড়িগড়ি করে সভা শেষ করা হয়।

জানতে চাইলে সভার সভাপতি ও চট্টগ্রাম কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার মো. মুশফিকুর রহমান বলেন, বিকেল ঝড় বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ চলে যায়। এছাড়া জেনারেটর সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। এটা সম্পূর্ণ প্রাকৃতিক বৈরি আবহাওয়ার কারণে হয়েছে। সভায় উপস্থিত চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক মো. আশরাফুল হক স্বপন বলেন, বিকেল শুল্কায়ন কমিটির সভায় বিদ্যুৎ চলে যায়। এ সময় জেনারেটরের সাপোর্টও ছিল না। তাই আমরা মোবাইলের লাইট জালিয়ে সভা সম্পন্ন করেছি।

পূর্ববর্তী নিবন্ধরং মিশিয়ে জুস তৈরি
পরবর্তী নিবন্ধউখিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বেবি এগিয়ে