বোয়ালখালীতে বাছাই শেষে দাখিল করা ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছেন ৮ জন চেয়ারম্যান প্রার্থী, ৫ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন বীর মুক্তিযোদ্ধা এস.এম সেলিম, মোহাম্মদ জাহেদুল হক, নুরুল আমিন চৌধুরী, রেজাউল করিম, মোহাম্মদ শফিউল আলম, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার এস.এম নুরুল ইসলাম, মো. শফিক ও কাজী আয়েশা ফারজানা। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হলেন মোহাম্মদ মীর নওশাদ, মোহাম্মদ রিদওয়ানুল হক, মোহাম্মদ সেলিম উদ্দীন, শফিকুল আলম ও সজল কান্তি চৌধুরী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীম আরা বেগম, মর্জিনা বেগম ও মোছাম্মৎ উম্মে সালমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়।
তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী, ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬ থেকে ৮ মে। আপিল নিস্পত্তি ৯ থেকে ১১ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ২৯ মে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হবে।