ইউসেপ বাংলাদেশের ৫০ বছর পূর্তি উদযাপন আজ

| শুক্রবার , ৩ মে, ২০২৪ at ৬:৪৭ পূর্বাহ্ণ

দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অলাভজনক বেসরকারি প্রতিষ্ঠান ইউসেপ বাংলাদেশএর ৫০বছরপূর্তি উদযাপন করা হচ্ছে আজ। এই উপলক্ষে আজ সকাল ৯টায় নগরীর কালুরঘাটে ইউসেপ চট্টগ্রাম রিজিওনাল অফিসে উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

জাতির পিতার আশির্বাদপুষ্ট প্রতিষ্ঠানটি ১৯৭২ সাল থেকে নিরলস প্রচেষ্টার মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত কিশোরকিশোরী ও যুবাদের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ দিয়ে দেশে ও বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করে আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে ইউসেপ বাংলাদেশ দেশের সাতটি বিভাগীয় শহরে (কয়েকটি

জেলাশহরসহ) অবস্থিত ৩৬টি টেকনিক্যাল স্কুল, ১১টি টিভিইটি ইন্সটিটিউট, ৭টি আউটরিচ সেন্টার এবং ২টি পলিটেকনিক ইন্সটিটিউটের মাধ্যমে প্রতি বছর প্রায় ৩৫ হাজার কিশোরকিশোরী এবং যুবাদের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রদান করে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া
পরবর্তী নিবন্ধদুইশ বছরের বটগাছ রক্ষার দাবি এলাকাবাসীর