কাপ্তাই উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা গতকাল সোমবার উপজেলার কিন্নরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্য সভায় উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক, ভাইস চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, চন্দ্রঘোনা থানার ওসি আনসারুল করিম, কাপ্তাই থানার ওসি (তদন্ত) দেবাশীষ দাশ, নুরুল হুদা কাদেরী স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, ভার্য্যাতলী মৌজার হেডম্যাান থোয়াই অং মারমা, রাইখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সেলিম এবং কাজী মোশাররফ হোসেন।
সভায় নিরাপদ সড়ক, মহাসড়কে অবৈধ স্পীড ব্রেকার অপসারণ, শেখ রাসেল মিনি স্টেডিয়ামের লাভ পয়েন্ট সুরক্ষিত রাখা এবং আসন্ন উপজেলা পরিষদের নির্বাচন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন বলেন, কাপ্তাই উপজেলায় আগামী ২১ মে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয় সে ব্যাপারে প্রশাসন ইতোমধ্যে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছে। উপজেলা নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও তিনি জানান। নির্বাচনে কোন প্রার্থী বা ভোটার যাতে আচরণ বিধি লঙ্ঘন করতে না পারে সেজন্য প্রশাসন সজাগ থাকবে বলে তিনি জানান।