খাগড়াছড়িতে দ্বিতীয় বৃক্ষ ও বন জরিপ উপলক্ষে অবহিতকরণ সভা গত রোববার অনুষ্ঠিত হয়েছে। পর্যটন মোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এসময় বক্তারা বলেন,সারা দেশে বন সম্পদের ব্যাপক সুরক্ষা ও ব্যবহার নিশ্চিত করতে পরিবেশ ও বন অধিদপ্তর বিশ্বব্যাংকের অর্থায়ন এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) কারিগরি সহায়তায় সুফল প্রকল্পের অধীনে এই বন জরিপের কার্যক্রম গ্রহণ করেছে।
এই জরিপে প্রাপ্ত তথ্যাদি দেশের বন নির্ভরশীল মানুষের আর্থ–সামাজিক উন্নয়নে সিদ্ধান্ত গ্রহণ এবং নীতি–নির্ধারণে ব্যবহৃত হবে। এই লক্ষ্যে দেশের মোট ৬৪০০টি পরিবারকে এই জরিপের অন্তর্ভুক্ত করা হয়েছে। সভায় স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো.ফরিদ মিঞা।
বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী প্রমুখ। সভাপতিত্ব করেন নীলোৎপল খীসা।