নগরীর খুলশী থানাধীন মহিলা স্কুল এলাকায় আছিয়া আক্তার নামের এক নারী বিষপানে আত্মহত্যা করেছেন। গত শুক্রবার রাতে স্কুলের পাশের শাহ আলমের বাসায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় আছিয়ার স্বামী মো. মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছে এমন অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়েছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহ। তিনি বলেন, পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা ঘটেছে এমনটা শুনেছি। এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার প্ররোচনার মামলা হয়েছে। আসামি করা হয়েছে আছিয়ার স্বামী মো. মিলনকে। আমরা আজকে (গতকাল) তাকে গ্রেপ্তার করেছি এবং আদালতে পাঠিয়েছি। মামলার তদন্ত চলছে জানিয়ে ওসি বলেন, প্ররোচনা ছিল কি না বা অন্য কী রয়েছে সেসব আমরা খতিয়ে দেখব।