বৃষ্টি কামনায় চট্টগ্রামে ইস্তিসকার নামাজ আদায়

| বৃহস্পতিবার , ২৫ এপ্রিল, ২০২৪ at ১০:৫৮ পূর্বাহ্ণ

বৃষ্টি কামনায় চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ মসজিদে ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জামাতুল ফাল্লাহ মাঠে নামাজে শতাধিক মুসল্লি অংশ নেন।

নামাজে ইমামতি করেন, আহলে সুন্নাত ওয়াল জামাআত এর চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী, মোনাজাত করেন আহলে সুন্নাত ওয়াল জামাআত এর মহাসচিব আল্লামা সৈয়দ মছিহ উদদৌলা।

এ সময় প্রাকৃতিক দুর্ভোগ থেকে মুক্তিসহ দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা করা হয়। নামাজ শেষে অনাবৃষ্টি এবং অসহ্য গরম থেকে মুক্তি ও মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের প্রাপ্যতা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহের অনুরোধ সুজনের
পরবর্তী নিবন্ধবন্ধুর সাথে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরল