চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের তিনটি শাবক জন্ম নিয়েছে। একটি শাবক মৃত হলেও বাকি দুইটি শাবক সুস্থ রয়েছে। চিড়িয়াখানার বাঘ রাজ ও বাঘিনী পরীর ঘরে এ তিনটি শাবকের জন্ম হয়। গত ৯ এপ্রিল জন্ম নেয়া শাবকগুলো পরীর সাথে রয়েছে। দুইটি শাবকই মেয়ে। এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা দাঁড়াল ১৯টিতে। এদের মধ্যে ১৩টি বাঘিনী এবং ৬টি বাঘ। ১৯টির মধ্যে ৫টি সাদা বাঘ রয়েছে।
গতবছর চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নেয়া এক জোড়া বাঘ দিয়ে প্রাণী বিনিময়ের মাধ্যমে ঢাকাস্থ বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা হতে এক জোড়া জলহস্তী চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়।
২০১৬ সালে রাজ এবং পরী নামের বাঘ জোড়া দক্ষিণ আফ্রিকা থেকে ৩৩ লাখ টাকায় ক্রয় করা হয়। এর আগে দীর্ঘ পাঁচ বছর চট্টগ্রাম চিড়িয়াখানা বাঘ শূন্য ছিল। বর্তমানে চট্টগ্রাম চিড়িয়াখানায় ১৯টি বাঘ, দুইটি জলহস্তী, সিংহসহ ৬৯ প্রজাতির ৫০০টিরও বেশি প্রাণী রয়েছে। এরমধ্যে ৩০ প্রজাতির স্তন্যপায়ী, ৩৪ প্রজাতির পাখি ও চার প্রজাতির সরীসৃপ প্রাণী রয়েছে বলে সূত্র জানিয়েছে।