কে ঢেলেছে গলির মুখে
রুক্ষ, খর হাওয়ার ঝড়
উড়ছে দূরে কাকতাড়ুয়া
দুলছে বাবুই পাখির ঘর।
কাঠের ঘোড়া, পাতার বাঁশি
রমনা বটে রবির গান
আগলখোলা নাগরদোলা
দুলছে মাঝির পরানখান।
শুকনো পাতার গায়ের ওপর
হচ্ছে জড়ো ধূলোর ঝোপ
দিচ্ছে পাড়ি হাওয়ার গাড়ি
ডাকছে কলের বায়স্কোপ।
হলদে সোনা সন্ধ্যেগুলোয়
মেঘ ছুঁয়ে যায় মেঘের ঘর
বোশেখ এলো রঙ ছড়ালো
বাংলা মায়ের বুকের পর।