চন্দনাইশ জাফরাবাদ ফাজিল (ডিগ্রি) মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের ঈদ পুনর্মিলনী, ঈসালে সাওয়াব মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। গত ১৩ এপ্রিল হাসিমপুর মকবুলিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা হারুনুর রশীদ হেলালীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনুছ। গিয়াস উদ্দীন তালুকদার ও মুহাম্মদ গিয়াস উদ্দীনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকার মুহাম্মদ ফোরকানুল্লাহ, অধ্যাপক মনছুর আলম, নূরুল মোস্তফা, অধ্যক্ষ মাওলানা আব্দুল গফুর রিজভী।
বক্তব্য দেন, অধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ, মাওলানা মুফতি নুরুচ্ছফা, মাওলানা হোসাইন রুমী, মাওলানা নুর হোছাইন ফারুকী, পেশ ইমাম মাওলানা মোহাম্মাদ মূসা, শফিকুল ইসলাম রাহী, অ্যাড. মুহিব্বুর রহমান, শিক্ষক মাওলানা ইউনুস বাহারী, জুনাইদুল হক, মাওলানা মোহাম্মাদ আলী কাজেমী, মুহাম্মদ আবু নোমান, মুহাম্মদ আব্দুর সবুর, অধ্যাপক আব্দুল্লাহ মুহাম্মদ আবুল বশর, অধ্যক্ষ আবুল বশর, মাওলানা আবু বক্কর, বীমা কর্মকর্তা এরফানুল হক হেলালী, মুহাম্মদ জয়নাল আবেদীন, মাওলানা আব্দুল্লাহ আল ফারুক, আইয়ূব আলী, প্রভাষক মাওলানা মুহিউদ্দিন, সাংবাদিক শিব্বির আহেমদ রাশেদ, মাওলানা এনামুল হক, মাস্টার আব্দুল জলিল, ডা. মাওলানা নোমান ইলাহী। অনুষ্ঠানে মাদরাসার ১৯ শিক্ষককে মরণোত্তর সম্মাননা দেয়া হয়। শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা জগলুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।