কর্ণফুলী নদীর কালুরঘাটের পশিচমাংশে বেইলি ব্রিজের উপর কাভার্ডভ্যান নষ্ট হয়ে গেছে। এ সময় আধা ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পারের যাত্রীরা দুর্ভোগে পড়ে।
সোমবার (২২ এপ্রিল) দুপুর দুইটার দিকে পশ্চিম পাড় থেকে পূর্ব পাড়ে আসার সময় বেইলি ব্রিজে কাভার্ডভ্যানটি নষ্ট হয়। যাত্রীবাহী গাড়ি বেইলি ব্রিজ পার হতে না পারায় দুই পারের যাত্রীদের নৌকাযোগে পারাপার হতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ব্রিজের মাঝখানে কাভার্ডভ্যান নষ্ট হওয়ায় যাত্রীবাহী গাড়িগুলো ফেরি পর্যন্ত আসতে পারছে না। ফলে দুর্ভোগের সৃষ্টি হয়েছে। নিরুপায় হয় বাড়তি ভাড়া দিয়ে নৌকাযোগে পার হতে হচ্ছে।
সরোজমিনে দেখা যায়, যাত্রীবাহী গাড়ি চলাচল করতে না পারার কারণে ফেরি বন্ধ রয়েছে। সাধারণ সাত্রীরা নৌকাযোগে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। এসময় নৌকার মাঝিরা অতিরিক্ত ভাড়ায় আশায় অতিরিক্ত যাত্রী নিতেও দেখা যায়।
এ বিষয়ে জানতে ফেরির ইজারাদার কর্তৃপক্ষকে কল দিলে রিছিভ না করায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।