আরব আমিরাতে পৌঁছেছে ‘এমভি আবদুল্লাহ’

| রবিবার , ২১ এপ্রিল, ২০২৪ at ১০:৩২ পূর্বাহ্ণ

মুক্তিপণ দিয়ে সোমালীয় জলদস্যুদের কবল থেকে মুক্ত জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ সংযুক্ত আরব আমিরাতের জলসীমায় এসে পৌঁছেছে। শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যার পর জাহাজটি দেশটির জলসীমায় প্রবেশ করে।

রোববার (২১ এপ্রিল) বিকেল ৪টা নাগাদ ফুজাইরা উপকূল এবং হরমুজ প্রণালি হয়ে আমিরাতের আল–হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে জাহাজটির।

এ বিষয়ে, কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম জানান, রোববার বিকালে আল–হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর পরের দিন কাল সোমবার কয়লা খালাসের জন্য জাহাজটিকে জেটিতে ভীড়ানো হবে। সেখান থেকে দুই জন নাবিক বিমানে করে দেশে ফিরবেন।

বাকি ২১ জন নাবিক ‘এমভি আবদুল্লাহ’ জাহাজযোগে দেশে ফিরবেন। সেক্ষেত্রে তাদের সময় লাগবে ২৫-২৬ দিন।

উল্লেখ্য, গত ১২ মার্চ মোজাম্বিক থেকে আরব আমিরাত যাওয়ার পথে ভারত মহাসাগরে ২৩ নাবিকসহ সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে ‘এমভি আবদুল্লাহ’। প্রায় ৩২ দিন জিম্মি থাকার পর মুক্তিপণ দিয়ে ১৩ এপ্রিল ছাড়া পায় কেএসআরএম গ্রুপের জাহাজটি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে ৭৯৫ জন জেলে পেল সরকার নিবন্ধিত আইডি কার্ড
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী