রেড ক্রিসেন্ট থ্যালাসেমিয়া এন্ড রিচার্স সেন্টারে সেবা গ্রহণকারী হতদরিদ্র রোগীদেরকে যুব রেড ক্রিসেন্ট এল্যামনাই, চট্টগ্রামের পক্ষ থেকে থ্যালাসেমিয়া রোগীদের সহায়তা কার্ড প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী মো. আসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট এল্যামনাই, চট্টগ্রামের সভাপতি গোলাম বাকী মাসুদ। জেলা রেড ক্রিসেন্টের সদস্য ইসমাইল হক চৌধুরী ফয়সালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারী আবদুল জব্বার, জেলা রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য রাইসুল ইসলাম চৌধুরী এমিল, শহীদুল ইসলাম পিন্টু, সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য এইচ এম সালাউদ্দিন, কাজী তৌফিকুল আযম, যুব রেড ক্রিসেন্ট এল্যামনাই, চট্টগ্রামের সাধারণ সম্পাদক সাইফুল কাদের বিদ্যুৎ, যুব রেড ক্রিসেন্ট এল্যামনাই, চট্টগ্রামের সদস্য জিয়াউল কবির সোহেল, বখতিয়ার হোসেন জনি, আলী হায়দার সাইমুন, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আশরাফ–দৌল্লা সুজন, সিএমও ডা. রোজী দত্ত বিশ্বাস, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের যুব প্রধান কৃষ্ণ দাশ সহ কর্মকর্তাবৃন্দ ও যুব স্বেচ্ছাসেবকরা।
প্রধান অতিথি বলেন, মানবিক মানুষ হয়ে সবাইকে কাজ করতে হবে। যুব রেড ক্রিসেন্ট এ্যালমাইন আরো শক্তিশালী এবং সেবা মূলক কার্যক্রম পরিচালনা করবে বলে প্রত্যাশা করছি। চট্টগ্রামের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে রেড ক্রিসেন্টের দলগঠন করার মাধ্যমে সকলকে মানবিক হিসেবে গড়ে তোলার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।