চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে বাড়তি একটি ম্যাচ খেলার সুযোগ থাকছে মোস্তাফিজুর রহমানের সামনে। ফ্র্যাঞ্চাইজিটির অনুরোধে এক দিন বাড়ানো হয়েছে বাঁহাতি পেসারের ছুটি। প্রাথমিক অনাপত্তিপত্রে মোস্তাফিজকে চলতি মাসের শেষ দিন পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। তবে পর দিন ম্যাচ থাকায় চেন্নাই ফ্র্যাঞ্চাইজি ও বিসিসিআইয়ের পক্ষ থেকে এক দিনের ছুটি বাড়ানোর অনুরোধ করা হয় বিসিবিকে। তাতে সাড়া দিয়েছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ম্যানেজার শাহরিয়ার নাফীস নিশ্চিত করেছেন এই খবর।
‘মোস্তাফিজকে আইপিএল খেলার ছুটি দেওয়া হয়েছিল ৩০ এপ্রিল পর্যন্ত। তবে সূচিতে ১ মে চেন্নাইয়ের একটি ম্যাচ আছে। তাই চেন্নাই ও বিসিসিআই আমাদের অনুরোধ করেছিল সেদিন যেন থাকতে দেওয়া হয় মোস্তাফিজকে। তাদের অনুরোধ রেখে ছুটি এক দিন বাড়ানো হয়েছে।’ ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজের জন্য মূলত বেশি বাড়ানো হয়নি মোস্তাফিজের ছুটি। চট্টগ্রামে আগামী ৩ মে শুরু হবে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। যা শেষ হবে ১২ মে। এরপর তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে যুক্তরাষ্ট্র যাবে বাংলাদেশ। ওই সিরিজ শুরু ২১ মে। দুই সিরিজের মাঝে সপ্তাহখানেক সময় থাকলেও, তখন আর মোস্তফিজকে আইপিএল খেলতে ছাড়বে না বিসিবি। আইপিএলে এখন পর্যন্ত বেশ ভালো বোলিং করেছেন মোস্তাফিজ। পাঁচ ম্যাচে ১০ শিকার ধরে উইকেটের তালিকায় তিন নম্বরে রয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। চেন্নাইয়ের জার্সিতে প্রথমবার খেলতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম ম্যাচে ২৯ রানে ৪ উইকেট নেন মোস্তাফিজ। আইপিএলে নিজের সেরা বোলিং করে সেদিন জেতেন ম্যাচ সেরার পুরস্কার। মাঝে টি–টোয়েন্টি বিশ্বকাপের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য দেশে ফেরায় একটি ম্যাচ খেলতে পারেননি মোস্তাফিজ। বাকি চার ম্যাচে তিনি ধরেন ৬ শিকার। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে রোববার সবশেষ ম্যাচে খরুচে বোলিং করেন তিনি। টি–টোয়েন্টিতে নিজের সর্বোচ্চ ৫৫ রান দিয়ে ১ উইকেট পান ২৮ বছর বয়সী পেসার।